দেউলিয়া হয়ে গেছে বিএনপি : আমু
প্রধান প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি দিউলিয়া হয়ে গেছে। তারা এখন উপজেলা নির্বাচনে অংশ নিয়ে নতুন কোনো ষড়যন্ত্রের ছক আঁকছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে সাংবাদিক সেলিম রেজা রচিত ‘২১আগস্টের ট্র্যাজেডি: রক্তাক্ত বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, সাংবিধানিক সংকট সৃষ্টির মাধ্যমে গণতন্ত্রকে ব্যাহত করার জন্য বিএনপি-জামায়াত উঠেপড়ে লেগেছে। তারা সবসময় হত্যা, সন্ত্রাস এবং নাশকতার মাধ্যমে দেশকে ধ্বংস করতে চায়। যারা ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে মানুষ হত্যা করেছে তাদের স্থান বাংলাদেশে নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আমু আরো বলেন, ২১ আগস্ট বিএনপি-জামায়াত গ্রেনেড হামলার মাধ্যেমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার মধ্য দিয়ে দেশকে দ্বিতীয় পাকিস্তান বানাতে চেয়েছিল।
সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী মজিবুল হক।