বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » দীপিকার বাবা অমিতাভ বচ্চন !

দীপিকার বাবা অমিতাভ বচ্চন ! 

9617

বিনোদন ডেস্ক : শুধু ২০১৩ নয়, বলিউডের আশা চলতি বছরও দীপিকার জন্য হয়ে উঠতে পারে লাকি ৷ কারণ, ইতিমধ্যেই দীপিকার ঝুলিতে বেশ কয়েকটি ভালো ছবি৷ ভাল শুধু ব্যানার নয়, ভাল পরিচালক, ভালো সহঅভিনেতাও৷

যেমন, সালমানের সঙ্গে জুটি বেঁধে ‘বড়ে ভাইয়া’, রনবীরের সঙ্গে জুটি বেঁধে করণ জহরের ‘শুদ্ধি’৷ আর এবার দীপিকা পড়েছেন ট্যালেন্টেড পরিচালক সুজিত সরকারের নতুন ছবির জন্য৷

গপ্পোটা হলো, সুজিত তার নতুন ছবি পিকু-র জন্য খুঁজলেন স্ট্রং নায়িকা৷ সুজিতের মগজে বহুদিন থেকেই চলছিল দীপিকার নাম৷ কিন্তু কিছুতেই সবকিছু গুছিয়ে তুলতে পাচ্ছিলেন তিনি৷ অমিতাভের সঙ্গে এক ফ্রেমে টেক্কা দিয়ে অভিনয় করতে পারবে এমন কোনও অভিনেত্রী, এবং চেহারার দিক থেকেও যেন মিল থাকে বচ্চনের সঙ্গে এমন কোনও নায়িকার খোঁজ-ই করছিলেন তিনি৷ শেষমেশ প্রকাশ ঝা-র ‘আরক্ষণ’ দেখে দীপিকাকে ঠিক করে ফেলেছেন সুজিত সরকার৷ খবর অনুযায়ী, পিকু-র চিত্রনাট্য পড়ে ফেলেছেন দীপিকা ৷ পছন্দও করেছেন তিনি৷ ডেট সমস্যা না থাকলে অবশ্যই তিনি ছবিটি করবেন বলে জানিয়েছেন দীপিকা

খবর ছিল ‘পিকু’তে দেখা যেতে পারে অমিতাভ ও জয়া বচ্চনকেও৷ কিন্তু সম্প্রতি ব্যক্তিগত কারণে জয়া সরে এসেছেন সুজিতের ছবি থেকে৷

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone