করোনার কারণে হারিয়ে যাচ্ছে সাধারণ ফ্লু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনার কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে সাধারণ ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু। চলতি মৌসুমে যে সংখ্যক মানুষের ফ্লু হয়েছে তা ১৩০ বছরের মধ্যে সর্বনিম্ন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী ১৮৮৯-৯০ সালে ফ্লুর আগে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ এতটা কমে গিয়েছিল। তারপর থেকে গত ১৩০ বছরে ফ্লুয়ের পরিমাণ কখনও এতটা কমেনি যতটা এবার কমেছে।
প্রতি ১ লক্ষ মানুযের মধ্যে যেখানে ২৭ জন ফ্লুয়ে আক্রান্ত হতেন, সেখানে এ বার আক্রান্ত হয়েছেন মাত্র ১.১ জন। যুক্তরাষ্ট্রের অবস্থা যদি এমন হয় পাশে ইংল্যান্ডের অবস্থাও স্পষ্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য বলছে, শুধু এই দুই দেশেই নয়, গোটা পৃথিবী জুড়েই তীব্র ভাবে কমে গিয়েছে ফ্লুয়ের ঘটনা।
করোনার কারণে মানুষ বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলেছেন। মাস্কের ব্যবহার তো আছেই, তার সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা বা দূরত্ব বজায় রাখার মতো বিষয়ও আছে। ফলে একের থেকে অন্যের সংক্রমণ ছড়ানোর হারও কমে গিয়েছে কিন্তু ফ্লুয়ের ভাইরাস অতটাও সংক্রামক নয়।