দিবাযত্ন কেন্দ্র থেকে শিশু হারালে ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ লাখ
‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন- ২০২১’- নামে একটি আইন করতে যাচ্ছে সরকার। এ কেন্দ্র থেকে কোনো শিশু হারিয়ে গেলে দায়ী ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে আইনের খসড়ায়। সোমবার (৮ ফেব্রুয়ারী) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। প্রস্তাবিত আইনে শিশুর জীবন বা নিরাপত্তা বিপন্ন, কর্তব্যে অবহেলা, শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করলে এর প্রতিকার ও সাজার বিধান রাখা হয়েছে বলেও উল্লেখ করেন ড. তিনি।
ড. খন্দকার আনোয়ারুল ইসলাম আরও জানান, শিশু দিবাযত্ন কেন্দ্র আইন কার্যকর হলে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান নিজ ব্যবস্থাপনায় নির্ধারিত শ্রেণির দিবাযত্ন কেন্দ্র স্থাপন ও পরিচালনা করতে পারবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করতে চাইলে কীভাবে তা করতে হবে, আইনে তা বিস্তারিতভাবে বলা হয়েছে।
খসড়া আইনে বলা হয়েছে, নির্ধারিত শিশু বা ক্ষেত্রমতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রয়োজনীয় সেবা, স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা, চিকিৎসা, বিনোদন, শিক্ষা ও শিশুর জন্য অনুকূল পরিবেশ এবং প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে। তিন মাসে একবার সেবা গ্রহণকারী অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে হবে।