বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইরানের আইআরজিসি’র নৌ ইউনিটে যুক্ত হলো ৩৪০ যুদ্ধযান

ইরানের আইআরজিসি’র নৌ ইউনিটে যুক্ত হলো ৩৪০ যুদ্ধযান 

211521_bangladesh_pratidin_iran2

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটে যুক্ত হয়েছে ৩৪০টি যুদ্ধযান। সোমবার দক্ষিণের উপকূলীয় শহর বন্দরআব্বাসে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এসব যুদ্ধযানের সংযুক্তি ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি, আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ও আইআরজিসি’র নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাংসিরিসহ আরও কয়েক জন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা।

এসব সামরিক নৌযানের কোনো কোনোটি রকেট ও ক্ষেপণাস্ত্র বহন এবং নিক্ষেপ করতে সক্ষম। কোনো কোনো নৌযানে বসানো রয়েছে উন্নতমানের কামান। সাগরে ডুবুরিদের অভিযানেও এসব সামরিক নৌযান লজিস্টিক সাপোর্ট দিতে পারে।

হালকা মডেলের গতিসম্পন্ন এসব যান আইআরজিসি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে তৈরি করেছে।

ইরানে ইসলামী বিপ্লব দিবসকে সামনে রেখে নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। একইসঙ্গে নানা ক্ষেত্রে সাফল্য তুলে ধরা হচ্ছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone