জাহাজের সাথে জাপানি সাবমেরিনের সংঘর্ষ, আহত ৩
প্রশান্ত মহাসাগরীয় উপকূলে বাণিজ্যিক জাহাজের সাথে সোমবার জাপানি একটি সাবমেরিনের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ‘সোরিয়ু’ নামে সাবমেরিনটির তিন সদস্য আহত হয়েছেন। ওই জাহাজটি হংকংয়ের বলে জানিয়েছে কিয়োডো নিউজ।
জাপান কোস্টগার্ডের ছবিতে দেখা যায়, সংঘর্ষে সাবমেরিনটির কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। জাপানের দক্ষিণের শিকোকু দ্বীপের নিকটবর্তী অঞ্চলে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।
২০০৯ সালে ‘সোরিয়ু’ নামের এই সাবমেরিনটি অন্তর্ভুক্ত হয়। ৩ হাজার টন ওজনের ডিজেল ও বিদ্যুৎ চালিত এই সাবমেরিনে ৬৫ জন ক্রু একসাথে থাকতে পারে।
জাপান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাবমেরিনটির যোগাযোগের জন্য ব্যবহৃত যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেটির পরিচালনায় সমস্যা হয়নি।
সাবমেরিনটি সংঘর্ষের পর কোচি বন্দরে পৌঁছেছে। এ ঘটনায় পৃথক তদন্তের উদ্যোগ নিয়েছে জাপান কোস্ট গার্ড ও জাপান পরিবহন নিরাপত্তা বোর্ড।