মোদী সাক্ষাতে আগ্রহী ন্যান্সি পাওয়েল
ইন্টারন্যাশনাল ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল। ভারতের গান্ধীনগরে মোদীর বাড়িতে তারা বৈঠক করেন। ২০০২ সালে গুজরাট দাঙ্গার পর মোদীকে রীতিমত বয়কটের পথে হেঁটেছিল আমেরিকা। মার্কিন দেশে নিষিদ্ধ হয়েছিল মোদীর প্রবেশ। ন্যান্সি পাওয়েলের সঙ্গে গুজরাট মুখ্যমন্ত্রীর বৈঠক ইঙ্গিত দিল বয়কট উঠিয়ে নরেন্দ্র মোদীর দিকে সন্ধির হাত বাড়াতে ইচ্ছুক ওয়াশিংটন।
গুজরাট দাঙ্গার অভিযোগে ২০০৫ সালে মোদীর ভিসা বাতিল করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তারপর থেকে কোনও উচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তার সঙ্গে এটিই প্রথম সাক্ষাৎ মোদীর। ভিসা বিতর্কের ইতি টানতে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছে ফের ভিসার জন্য আবেদন জানাতে পারবেন মোদী। এদিকে মোদীর সঙ্গে পাওয়ালের সাক্ষাত নিয়ে স্বভাবতই উৎসাহী বিজেপি। এক বিজেপি নেতা মন্তব্য করেছেন মোদীকে স্বীকার করে নেওয়া ছাড়া কোনও পথই খোলা ছিল না আমেরিকার কাছে। গণতন্ত্রের দাবি এটাই।