পি কে হালদারের সহযোগী অনিন্দিতাকে আজও জিজ্ঞাসাবাদ করছে দুদক
পি কে হালদারের সহযোগী অনিন্দিতা মৃধাকে তৃতীয় দিনের মতো রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় সকাল ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুদক প্রধান কার্যালয় অনিন্দিতা মৃধাকে জিজ্ঞাসাবাদ করছেন সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিনে নেতৃত্বে একটি টিম।
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সুকুমার ও তার মেয়ে অনিন্দিতাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয়। ওইদিন তাদের দুপুর ২টার দিকে সিএমএম আদালতে নিয়ে যাওয়া হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আদালত পি কে হালদারের সহযোগী হিসেবে পরিচিত ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। এ তালিকায় সুকুমার ও তার মেয়ে অনিন্দিতাও রয়েছেন। পরে এ দু’জনসহ ৬২ জনের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করে দুদক।