ইরানে শুরু হলো আইআরজিসি’র স্থল মহড়া
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থল মহড়া। আজ এই মহড়ার সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘মহানবী (স.)-১৬’। এতে মূলত আইআরজিসি’র পদাতিক বাহিনী অংশ নিচ্ছে।
বাহিনীর প্রধান কমান্ডার মোহাম্মাদ পাকপুর বলেছেন, পদাতিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।
সামরিক ক্ষেত্রে অর্জিত নানা সাফল্যের কার্যকারিতাও যাচাই করা হচ্ছে এই মহড়ায়। এতে নানা ধরণের ড্রোন, হেলিকপ্টার ও কামানসহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও বলেছেন, পদাতিক বাহিনী স্থল সীমান্তগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
ইরানে গতকাল ইসলামী বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকী পালিত হয়েছে। বিপ্লবের ৪৩তম বছরে যাত্রার প্রথম দিনেই এই মহড়ার আয়োজন করা হলো।
গতকাল বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় আইআরজিসি তিনটি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। এর মধ্যে ইরাকে মার্কিন ঘাঁটিতে আঘাত হানা কিয়াম মডেলের ক্ষেপণাস্ত্রও ছিল।