নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব
আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। এ সফরে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব পারিবারিক কারণে ছুটি চাইলে তা মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম খানের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, ‘সাকিবকে আমরা পরের অ্যাসাইনমেন্টে (নিউজিল্যান্ড সফর) পাবো?’ জবাবে আকরাম খান বলেন, ‘না! সে তো যাচ্ছে না, নিউজিল্যান্ডের জন্য সে চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।’
এমনিতেই ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে নেই সাকিব। অন্যদিকে তার স্ত্রী সন্তান সম্ভবা। সব মিলিয়ে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন সাকিব।