বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » ১০ম সপ্তাহে আরও কয়েকটি প্রেক্ষাগৃহে ‘বিশ্বসুন্দরী’

১০ম সপ্তাহে আরও কয়েকটি প্রেক্ষাগৃহে ‘বিশ্বসুন্দরী’ 

170920_bangladesh_pratidin_pori-siam

\১০ মাস পেরিয়ে দেশের প্রেক্ষাগৃহে টানা ১০ সপ্তাহে গড়াচ্ছে জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমণি ও চিত্রনায়ক সিয়াম আহমেদ জুটির প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। গেল বছরের ১১ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি ১০ সপ্তাহে এসে ঢাকা ও এর বাইরের আরও কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

জানা গেছে, মুক্তির ১০ম সপ্তাহে অন্তত আরও ৮টি প্রেক্ষাগৃহ বেড়ে ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস, নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), পূরবী (ময়মনসিংহ), সুগন্ধা (চট্টগ্রাম), গীত (ঢাকা), চাঁদমহল (কাচপুর), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), নবীন (মানিকগঞ্জ), প্রিয়া (ঝিনাইদহ) ও রাজিয়ায় (নাগরপুর) চলবে ‘বিশ্বসুন্দরী’।

শুরু থেকেই আলোচনায় থাকা এই সিনেমাটি চয়নিকার চৌধুরীর প্রথম নির্মাণ। এতে লাস্যময়ী নায়িকা পরীমণি-সিয়াম জুটির রসায়ন, শ্রুতিমধুর গান, ছবির গল্প ও নির্মাণ শৈলী- সব মিলিয়ে ‘বিশ্বসুন্দরী’ নিয়ে এখনো দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, গত বছরের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে অন্যতম ব্যবসা সফল ছবি এটি। আবার কেউ কেউ বলছেন ব্যবসার দিক দিয়ে অন্যতম নয়, শীর্ষ ব্যবসা সফল ছবি ‘বিশ্বসুন্দরী’।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরো অনেকে। ছবির কাহিনি চিত্রনাট্য ও সংলাপ রুম্মান রশীদ খানের। ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone