রুবিয়া’স অ্যাসথেটিকে ব্রাইডাল মেকওভার
বিয়ের দিন কনেকে আকর্ষণীয় সাজ উপহার দিতে রুবিয়া’স অ্যাসথেটিক মেকওভার নানা ধরনের প্যাকেজ নিয়ে এসেছে।
এক্সক্লুসিভ হলুদের সাজ, পার্টি মেকওভার, কনে সাজ, মেনিকিওর-পেডিকিওর, হেয়ার রিবন্ডিং, ব্রাইডাল ফেসিয়াল, গ্লো এন্ড শাইনিং ফেসিয়াল, ফেসিয়াল, হেয়ার কাটিং এন্ড স্টাইল, হেয়ার কালারিং এবং ব্রাইডাল মেহেদি সহ রূপচর্চার আরো নানান সেবা রয়েছে। দক্ষ বিউটি এক্সপার্টকে দিয়ে সাজতে চাইলে আগেই বুকিং দিয়ে রাখুন।
রুবিয়া’স অ্যাসথেটিক মেকওভারের কর্ণধার বিউটি এক্সপার্ট রুবিয়া ইসলাম তুলি বলেন, ‘বিয়ের দিন সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয়ভাবে নিজেকে প্রেজেন্ট করতে সবাই চায়। তাই কনের সাজ পার্লারেই করা হয়। সেজন্য প্রয়োজন দক্ষ বিউটি এক্সপার্ট। ব্রাইডালের সাজ যেমন তেমন বিউটি এক্সপার্ট দিয়ে না করানোই ভালো। রুবিয়া’স অ্যাসথেটিক মেকওভার সেদিক থেকে এগিয়ে কারণ ব্রাইডাল সাজের জন্য জনপ্রিয় এবং স্বনামধন্য বিউটি স্টুডিও এটি।’