‘ইরানের নীতি সুস্পষ্ট হলেও সিদ্ধান্তহীনতায় ভুগছে বাইডেন প্রশাসন’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার বাইডেন প্রশাসন ইরানের ব্যাপারে এখনও কোনও সুস্পষ্ট নীতি গ্রহণ করতে পারেনি; যদিও ইরানের নীতিতে অস্পষ্টতার কিছু নেই।
চীনা নিউজ চ্যানেল ফিনিক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
জারিফ বলেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইরান আগে কোনও পদক্ষেপ নেবে না বরং নয়া মার্কিন প্রশাসনকে আগে একথার প্রমাণ দিতে হবে যে, তারা এই সমঝোতা রক্ষা করতে চায়। বাইডেন প্রশাসনকে যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া বিবেচনায় নিতে হবে বলেও তিনি সতর্ক করে দেন।
Posted in: আর্ন্তজাতিক