দেশের স্বার্থে, ভালো লোকের রাজনীতিতে আসার প্রয়োজন : যোগাযোগমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্কুল জীবনে রাজনীতি করার প্রয়োজন নেই। তবে দেশের স্বার্থে শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হতে হবে। রাজনীতি যদি খারাপ লোকেরা করে তবে দেশ খারাপ লোকে চালাবে। এজন্য বেশি ভালো লোকের রাজনীতিতে আসার প্রয়োজন।
বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান আতা উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি। যোগাযোগমন্ত্রী বলেন, আমাদের এখন বেশি কথা বলা বাদ দিয়ে ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন কবতে হবে। আমাদের সুশিক্ষিত মানুষের প্রয়োজন রয়েছে, কিন্তু শিক্ষিত দুর্নীতিবাজদের প্রয়োজন নেই।
এরআগে, বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন শেষে সালাম গ্রহন করেন মন্ত্রী। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ অতিথিরা উপস্থিত ছিলেন।