সু চির সরকারের আরও এক মন্ত্রী ও রাখাইনের মুখ্যমন্ত্রী গ্রেফতার
মিয়ানমারে সু চি সরকারের আরও এক মন্ত্রী ও রাখাইনের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে দেশটির জান্তা সরকার। নভেম্বরের নির্বাচনে জেতা ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ফেব্রুয়ারির শুরুতে দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনী। গ্রেফতার করা হয় ক্ষমতাসীন দল এনএলডি’র নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজন মন্ত্রীকে।
কয়েকদিন পর গ্রেফতার করা হয় সু চি’র ডান হাত বলে পরিচিত দলের গুরুত্বপূর্ণ নেতা উইন হেটেনকে।
এবার স্টেট কাউন্সিলর কার্যালয়ের মন্ত্রী কেয়াও তিন্ত ও রাখাইনের মুখ্যমন্ত্রী নিয়াই পুকেও গ্রেফতার করল জান্তা সরকার।
এনএলডি’র তথ্য ও প্রচার কমিটির সদস্য ড. কেই তো জানান, কেয়াও তিন্তসহ আরও পাঁচজনকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার মানুষ অভ্যুত্থান বিরোধী টানা বিক্ষোভ ও ধর্মঘটে অংশ চালিয়ে যাচ্ছে। বিক্ষোভ দমনে রাবার বুলেট ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এক নারী গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছে।