বেসরকারি হাসপাতালে টিকার বিষয়ে যা বললেন স্বাস্থ্য সচিব
বেসরকারি হাসপাতালে টিকা দেওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।
শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য সচিব বলেন, চমৎকার পরিবেশে টিকা দেওয়া হচ্ছে। কোথাও কোনও সমস্যা হয়নি। দেশে টিকা কার্যক্রমের দীর্ঘ অভিজ্ঞতার ফলে সুষ্ঠুভাবেই চলছে করোনার টিকা কার্যক্রম।
তিনি আরও বলেন, টিকা নিতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগছে। টিকার প্রাপ্তি নিয়ে কোনও সংশয় নেই। পরের চালান যথাসময়ে আসবে।
Posted in: জাতীয়