পর পর বোমা বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান
আফগানিস্তানে পর পর তিনটি বিস্ফোরণে এক সেনা কমান্ডোসহ আফগান নিরাপত্তাবাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এসব হামলায় বেসামরিক নাগরিকসহ আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।
রয়টার্স জানায়, দেশটির কুনার প্রদেশের চাপা ধারা জেলায় বিস্ফোরণে এক কমান্ডারসহ চার পুলিশ সদস্য নিহত হন। একইদিনে জালালাবাদে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আহত হয়েছেন তিন পথচারী।
দেশটির পুলিশের একজন মুখপাত্র জানান, কান্দাহার প্রদেশে একটি পুলিশ আউটপোস্ট লক্ষ্য করেও গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। যে ঘটনায় সাত পুলিশ গুরুতর আহত হয়েছেন।
Posted in: আর্ন্তজাতিক