চীনের সঙ্গে উত্তেজনা, তাইওয়ানকে সুদৃঢ় মার্কিন সমর্থন
তাইওয়ানের প্রতি চীনের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ওই দেশটির শান্তি-সুস্থিতি বজায় রাখার কাজে ‘পাথর-দৃঢ়’ সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। বার্তা সংস্থা আইএনএ জানায়, তাইওয়ান এ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
২৩ জানুয়ারি চীনের ১৩টি বোমারু ও জঙ্গি বিমান তাইওয়ানের আকাশসীমায় এসে চক্কর দেয়। দৃশ্যত তাইওয়ানকে ভীতসন্ত্রস্ত করাই ছিল তাদের উদ্দেশ্য।
‘ফোকাস তাইওয়ান’-এর খবরে বলা হয়, আকাশসীমা লঙ্ঘনকারী বিমানের মধ্যে ছিল একটি ওয়াই-এইট অ্যান্টি-সাবমেরিন উড়োজাহাজ, আটটি জিয়ান এইচ-সিক্সকে বোম্বারু ও চারটি শেনইয়াং জে-সিক্সটিন ফাইটার জেট। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র জানায়, ‘গণতান্ত্রিক দেশ তাইওয়ানের প্রতি আমাদের “পাথর-দৃঢ়” সমর্থন রয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোয় আমরা শান্তি-সুস্থিতির অগ্রগতি চাই।’
মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, তাইওয়ানের ওপর ‘জোরজবরদস্তি খাটানোর যে চেষ্টা চলমান রয়েছে তাতে ওয়াশিংটন উদ্বিগ্ন।’ তাইওয়ানের সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ বন্ধ করার জন্য বেইজিংয়ের প্রতি আহ্বান জানানো হয়। ২ কোটি ৪০ লাখ জন অধ্যুষিত দেশ তাইওয়ানকে ‘নিজের ভূখন্ড’ বলে দাবি করে চীন। তবু সাত দশকের বেশি সময় ধরে তাইওয়ান গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে।