আল-জাজিরার প্রতিবেদন ও সম্প্রচার বন্ধে রিটের শুনানিতে মতামত ৬ অ্যামিকাস কিউরি’র
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার প্রতিবেদন ও সম্প্রচার বন্ধে রিটের শুনানিতে মতামত জানিয়েছেন ৬ অ্যামিকাস কিউরি। আগামীকাল মঙ্গলবার বক্তব্য রাখবেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
এর আগে আল-জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের গ্রহণযোগ্যতাসহ পাঁচটি বিষয়ে মতামত দিতে অ্যামিকাস কিউরি হিসেবে ছয়জন আইনজীবীর নাম ঘোষণা করেন হাইকোর্ট।
অ্যামিকাস কিউরি হিসেবে মনোনীত ছয় আইনজীবীকে তাদের মতামত দেয়ার জন্য ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় সময় দেন আদালত।
এমিকাস কিউরি হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন- সাবেক এটর্নি জেনারেল সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কামাল-উল আলম, আব্দুল মতিন খসরু, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, আইনজীবী প্রবীর নিয়োগী ও ড. শাহদীন মালিক।