‘গণহত্যার অপরাধে পাকিস্তানের বিচার যে কোনো সময় হতে পারে’
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যার অপরাধে পাকিস্তানের বিচার যে কোনো সময় হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি হলেও পাকিস্তানি গণহত্যার বিচার যে কোনো সময় হতে পারে। কেননা গণহত্যার বিচারের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কোনো দেশের বিরুদ্ধে গণহত্যার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিচার যে কোনো সময় হতে পারে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ- ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’য়ে অংশ নেন বিক্রম দোরাইস্বামী।
তিস্তা চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘তিস্তা চুক্তি নিয়ে জটিলতা রয়েছে। এই চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের মত বিরোধ রয়েছে। সে কারণে এই তিস্তা চুক্তি ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। আমরা এই চুক্তি নিয়ে কাজ করছি। তবে, আসন্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময়ে এই চুক্তি হবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়’।