বিএনপির ৩৫ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে বিএনপি জোটের আন্দোলনের সময় বিভিন্ন নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী ও নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাতসহ অন্তত ৩৫ জন নেতাকর্মী ৪টি পৃথক মামলায় জামিন পেয়েছে।
চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট নূরুল আলম ভূইয়া ও মশিউর রহমানের আদালত এসব জামিন মঞ্জুর করেন। এর মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী ৪টি মামলার ৩টিতে এবং ডা. শাহাদাত ৩টি মামলায় জামিন পেয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। এর মধ্যে কোতোয়ালী থানায় একটি মামলায় আমির খসরু মাহমুদ চৌধুরী ও ডা. শাহাদাতকে আগামী ১৬ ফেব্রয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী এস কিউ এম নূরুল ইসলাম জানান, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলের আন্দোলন চলাকালে গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন দেয়ার অভিযোগে নগরীর কোতোয়ালী, চকবাজার, আকবরশাহ থানায় এসব মামলা দায়ের করা হলে নেতৃবৃন্দ এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। আজ নি¤œ আদালতে তারা হাজির হয়ে পূণঃজামিন পেয়েছেন।