বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, December 24, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে কমান্ড সেন্টারে ছিলেন সোলাইমানি

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে কমান্ড সেন্টারে ছিলেন সোলাইমানি 

172136_bangladesh_pratidin_qassim-soleimani-bdp-

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, ‘ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানি কখনোই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতেন না।’

‘শহীদ সোলাইমানির শিক্ষা, আদর্শ এবং নব ইসলামি সভ্যতা’ শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। হিজবুল্লাহর এই নেতা আরও বলেন, ‘২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে জেনারেল সোলাইমানি হিজবুল্লাহকে সরাসরি সহযোগিতা করেছেন। তিনি সে সময় লেবাননে উপস্থিত ছিলেন। সে সময় কমান্ড সেন্টারে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও হিজবুল্লাহর কমান্ডার ইমাদ মুগনিয়ার পাশে ছিলেন জেনারেল কাসেম সোলাইমানি।’

তিনি বলেন, ‘সিরিয়া ও ইরাকেও সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি ময়দানে অংশ নিয়েছেন শহীদ সোলাইমানি।’

শেইখ নায়িম কাসেম আরও বলেন, ‘ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল কাসেম সোলাইমানির। এর ফলে তিনি ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করতে পেরেছেন। তিনি সবসময় হামাস নেতা ইসমাইল হানিয়াসহ প্রতিরোধ সংগ্রামের অন্যান্য নেতার পাশে থেকেছেন।’

২০০৬ সালে ৩৩ দিনের যুদ্ধের দখলদার ইসরায়েলকে পরাজিত করতে সক্ষম হয় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone