অশ্বিনের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে বড় লক্ষ্য ভারতের
চেন্নাইয়ে প্রথম টেস্টে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে শোচনীয় পরাজয় বরণ করে ভারত। তবে একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৪৮২ রানের বড় টার্গেট দিয়েছে স্বাগতিক ভারত।
এর আগে প্রথম ইনিংসে ভারতের ৩২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে রবিচন্দ্রন অশ্বিনের বোলিং ঝড়ে ১৩৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ১৯৫ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন অশ্বিন। করেছে দুর্দান্ত সেঞ্চুরি। অশ্বিন আর কোহলি ছাড়া দ্বিতীয় ইনিংসে আর কেউ ভালো করেননি।
১৪৯ বলে ৬২ রান করে এলবিডব্লিউ হন অধিনায়ক বিরাট কোহলি। আর বাকি সবার মধ্যে দুই অংকে পৌঁছুতে পেরেছেন শুধু অজিঙ্কা রাহানে। তাও মাত্র ১০ রান করেই মঈন আলির শিকার হন তিনি। মঈন আলি ও লিচের বলে একে একে ভারতের সব ব্যাটসম্যানরা দ্রুত সাজঘরে ফিরলেও অশ্বিন এক প্রান্ত আগলে রাখেন।
১৪৮ বলে ১০৬ রান করে বেন স্টোকসের বোলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অশ্বিন। মোহাম্মদ সিরাজ ২১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।
এতে ২৮৬ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ভারত। অশ্বিনের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৪৮২ রানের বড় টার্গেট দিয়েছে ভারত।
ইংল্যান্ডের পক্ষে মঈন আলি ও জ্যাক লিচ ৪টি করে উইকেট নিয়েছেন।