বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, December 25, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ‘অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিলে ইরান সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে’

‘অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিলে ইরান সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে’ 

125444_bangladesh_pratidin_Iran2

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের ওপর থেকে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে তেহরান পরমাণু সমঝোতায় দেওয়া সমস্ত প্রতিশ্রুতি আবার বাস্তবায়ন শুরু করবে।

ইরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুর রহমান বিন আলে সানির সঙ্গে সোমবার এক বৈঠকে প্রেসিডেন্ট হাসান রুহানি এই মন্তব্য করেন।

বৈঠকে তিনি ইরানের ওপর থেকে আমেরিকার আরোপ করা সমস্ত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর জোর দেন। একই সঙ্গে তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবগুলোর প্রতি আমেরিকার সম্মান দেখানো জরুরি।

প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা যখনই ইরানের বিরুদ্ধে আরোপ করা অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইরানও সাথে সাথে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে।

ডোনাল্ড ট্রাম্পের পতনের পর আমেরিকায় নতুন প্রশাসনের আগমন এবং প্রেসিডেন্ট জো বাইডেনের পরমাণু সমঝোতায় ফেরার আগ্রহের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, আজ একথা পুরো বিশ্বের সামনে পরিষ্কার হয়ে গেছে যে, আমেরিকার পক্ষ থেকে গ্রহণ করা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। নতুন প্রশাসনের সামনে এখন দুটি পথ খোলা; তারা নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে নাকি ট্রাম্প প্রশাসনের ব্যর্থ পথ অনুসরণ করবে সেটা তাদেরকে বেছে নিতে হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone