টেস্ট ক্রিকেট থেকে ডু-প্লেসিসের অবসর
ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।নিজের অবসর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ডু’প্লেসিস লিখেন, ‘নিজের মনের কাছে আমি পরিষ্কার। আমি মনে করছি টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে এবং নতুন কিছু শুরু করার জন্য এটাই আমার সঠিক সময়। সব সংস্করণে দেশের হয়ে খেলাটা আমার জন্য সম্মানের।৩৬ বছর বয়সী ডু প্লেসি দেশের হয়ে ৬৯টি টেস্ট খেলেন। এ সময়ে ৪০.০২ গড়ে রান করেন ৪ হাজার ১৬৩। সেঞ্চুরি ১০টি ও হাফসেঞ্চুরি ২১ টি। সর্বোচ্চ খেলেন ১৯৯ রানের ইনিংস।২০১২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদাপোশাকে ডু প্লেসির অভিষেক হয়।