বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, December 24, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » টেস্ট ক্রিকেট থেকে ডু-প্লেসিসের অবসর

টেস্ট ক্রিকেট থেকে ডু-প্লেসিসের অবসর 

Faf-du-Plessis

Faf-du-Plessis

ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।নিজের অবসর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ডু’প্লেসিস লিখেন, ‘নিজের মনের কাছে আমি পরিষ্কার। আমি মনে করছি টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে এবং নতুন কিছু শুরু করার জন্য এটাই আমার সঠিক সময়। সব সংস্করণে দেশের হয়ে খেলাটা আমার জন্য সম্মানের।৩৬ বছর বয়সী ডু প্লেসি দেশের হয়ে ৬৯টি টেস্ট  খেলেন। এ সময়ে ৪০.০২ গড়ে রান করেন ৪ হাজার ১৬৩। সেঞ্চুরি ১০টি ও হাফসেঞ্চুরি ২১ টি। সর্বোচ্চ খেলেন ১৯৯ রানের ইনিংস।২০১২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদাপোশাকে ডু প্লেসির অভিষেক হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone