বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » লাইফ স্টাইল » সুখী দাম্পত্য জিবনের রহস্য

সুখী দাম্পত্য জিবনের রহস্য 

485558_10151406434290841_96270475_n

এইদেশ এইসময়, ডেস্ক : মানুষ সারা জীবন সুখের সন্ধান করে। অনেকে সুখের দেখা পান, অনেকে পান না। এই সুখী দম্পতির বিষয়ে একটি মার্কিন গবেষণাপ্রতিষ্ঠান গবেষণা করেছে।

গবেষণায় দেখা যায়, সপ্তাহে ১০ বার বলতে হবে ‘আমি তোমাকে ভালোবাসি’ (আই লাভ ইউ) । না বললে সুখী দাম্পত্য সম্ভব নয়, এমনটা জানা যায় আমেরিকার এক গবেষণায়।

এই জরিপে অংশ নিয়েছে ১ হাজার দম্পতি। জরিপে জানা যায়, মাসে কমপক্ষে তিনটি উপহার দিতে হবে, সপ্তাহে ১০ বার বলতে হবে ‘আমি তোমাকে ভালোবাসি’। এ ছাড়া দম্পতির মাঝে থাকতে হবে দুঃখিত বলার মানসিকতা।

এই গবেষণায় দেখা যায়, ৯২ শতাংশ মার্কিন দম্পতি সুখী জীবনের জন্য পরস্পরকে ছাড় দেওয়ার চেষ্টা করেন। ১৭ শতাংশ মনে করে, তাদের মাঝে অর্থনৈতিক সমস্যার কারণে সুখী হওয়া সম্ভব নয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone