কেরানীগঞ্জে ভবন ধস
ঢাকার কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় একটি তিন তলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকালে কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় একটি তিন তলা ভবন ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে।
Posted in: জাতীয়