লাদাখ সীমান্তে সংঘর্ষে ৪ সৈন্যের মৃত্যুর তথ্য প্রকাশ চীনের
গত বছরের এপ্রিল-মে মাস থেকে পূর্ব লাদাখ সীমান্তে ভারতীয় বাহিনীর সঙ্গে চীনা সেনার একাধিক সংঘর্ষ হয়। এর ফলে উভয় দেশের কয়েকজনের প্রাণহানিও ঘটে। লাদাখ সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষে চারজন চীনা সেনা নিহত হয়েছিল বলে স্বীকার করল বেইজিং। গত বছরের জুনের ওই ঘটনায় চীনা সেনাদের হামলা নিহত হয়েছিল ২০ ভারতীয় সেনা। ভারত তাদের সেনা নিহত হওয়ার বিষয়টি সেসময় স্বীকার করলেও চীনের পক্ষ থেকে কোনো কিছু প্রকাশ করা হয়নি। নিজেদের সেনা নিহত হওয়ার বিষয়টি এ প্রথম সামনে আনল বেইজিং। খবর রয়টার্সের।
চীনা সেনাবাহিনীর গণমাধ্যম পিএলএ ডেইলি জানিয়েছে, চেন হংজুন, চেন শিয়াংরং, শাও সিয়ুয়ান এবং ওয়াং ঝৌরান নামে ওই চার সেনা কর্মকর্তা শর্ত লঙ্ঘন করে অনুপ্রবেশকারী ‘বিদেশি বাহিনী’র সঙ্গে ‘ভয়ঙ্কর লড়াই’য়ে প্রাণ হারান।
চীনা কমিউনিস্ট পার্টির ট্যাবলয়েড গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, নিহত সেনা কর্মকর্তা চেন হংজুনকে ‘সীমান্ত রক্ষার নায়ক’ এবং বাকি তিনজনকে ফার্স্ট-ক্লাস মেরিট সম্মাননা দেওয়া হয়েছে। এদিন পুরস্কৃত করা হয়েছে জিনজিয়াং মিলিটারি কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার কি ফাব্যাওকেও।
প্রায় ৪৫ বছর শান্তিপূর্ণ থাকার পর গত বছরের জুনে হঠাৎ করেই লাদাখ সীমান্ত নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে চীন-ভারতের সম্পর্ক। দুই পক্ষই সীমান্তে সেনা ও সমরাস্ত্র বাড়ায়। একে অপরের বিরুদ্ধে অনুপ্রবেশের পাল্টাপাল্টি অভিযোগ তোলে তারা।