আইপিএলের দলগুলো যেমন হলো
২০২১ সালের আইপিএল মাঠে গড়াবে এপ্রিলে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছানোর কাজটা সেরে নিয়েছে গতকালই। ১ হাজার ১১৪ জন ক্রিকেটার থেকে নিলামের মাধ্যমে বেছে নেওয়া ২৯২ জন ক্রিকেটার উঠেছিলেন নিলামের টেবিলে। সেখান থেকে ৮টি ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছে তাদের পছন্দের খেলোয়াড়দের।
দেখে নেওয়া যাক কে কোন দল পেলেন:
কলকাতা নাইট রাইডার্স:
নতুন এসেছেন : সাকিব আল হাসান (৩.২০ কোটি রুপি), শেল্ডন জ্যাকসন (২০ লাখ রুপি), করুণ নায়ার (৫০ লাখ রুপি), হরভজন সিং (২ কোটি রুপি), বেন কাটিং (৭৫ লাখ রুপি), ভেঙ্কটেশ আইয়ার (২০ লাখ রুপি), পবন নেগি (৫০ লাখ রুপি)।
আগে থেকে যাঁরা আছেন: এউইন মরগান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, দীনেশ কার্তিক, শুবমান গিল, সুনীল নারাইন, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নিতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, শিভাম মাভি, রাহুল ত্রিপাঠি, বরুণ চক্রবর্তী, টিম সেইফার্ট
রাজস্থান রয়েলস:
নতুন এসেছেন : শিবম দুবে (৪.৪ কোটি রুপি), ক্রিস মরিস (১৬.২৫ কোটি রুপি, মুস্তাফিজুর রহমান (১ কোটি রুপি), চেতন শাকারিয়া (১ কোটি রুপি), কে সি কারিয়াপ্পা (২০ লাখ রুপি), লিয়াম লিভিংস্টোন (৭৫ লাখ রুপি), কুলদীপ যাদব (২০ লাখ রুপি), আকাশ সিং (২০ লাখ রুপি)
আগে থেকে যাঁরা আছেন : সঞ্জু স্যামসন, জস বাটলার, বেন স্টোকস, জফরা আর্চার, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, মহীপাল লমরোর, শ্রেয়াস গোপাল, অ্যান্ড্রু টাই, জয়দেব উনাদকাট, কার্তিক ত্যাগি
দিল্লি ক্যাপিটালস:
নতুন এসেছেন : স্টিভ স্মিথ (২.২০ কোটি রুপি), উমেশ যাদব (১ কোটি রুপি), বিষ্ণু বিনোদ (২০ লাখ রুপি), লুকমান হুসেন মারিওয়ালা (২০ লাখ রুপি), এম সিদ্ধার্থ (২০ লাখ রুপি)।
আগে থেকে যাঁরা আছেন : শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান, পৃথ্বী শ, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত, কাগিসো রাবাদা, শিমরন হেটমায়ার, মার্কাস স্টয়নিস, ক্রিস ওকস, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, আনরিখ নর্কিয়া, ইশান্ত শর্মা
মুম্বাই ইন্ডিয়ান্স:
নতুন এসেছেন :অ্যাডাম মিলনে (৩.২০ কোটি রুপি), নাথান কোল্টার-নাইল (৫ কোটি রুপি), পীযূষ চাওলা (২.৪০ কোটি রুপি), জিমি নিশাম (৫০ লাখ রুপি), যুধবীর চড়ক (২০ লাখ রুপি), অর্জুন টেন্ডুলকার (২০ লাখ রুপি)।
আগে থেকে যাঁরা আছেন: রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি কক, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, ইশান কিষান, সূর্যকুমার যাদব, ক্রিস লিন, সৌরভ তিওয়ারি, ধবল কুলকার্নি, রাহুল চাহার
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
নতুন এসেছেন :গ্লেন ম্যাক্সওয়েল (১৪.২৫ কোটি রুপি), শচীন বেবি (২০ লাখ রুপি), রজত পাতিদার (২০ লাখ রুপি), কাইল জেমিসন (১৫ কোটি রুপি), টম কারেন (৫.২৫ কোটি রুপি), ড্যান ক্রিশ্চিয়ান (৪.৮০ কোটি রুপি), কেশর ভরত (২০ লাখ রুপি)।
আগে থেকে যাঁরা আছেন : বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, দেবদূত পাডিকাল, মোহাম্মদ সিরাজ, কেইন রিচার্ডসন, জশ ফিলিপে, নবদীপ সাইনি, অ্যাডাম জাম্পা
চেন্নাই সুপার কিংস:
নতুন এসেছেন :মঈন আলী (৭ কোটি রুপি), কৃষ্ণাপ্পা গৌতম (৯.২৫ কোটি রুপি), চেতেশ্বর পূজারা (৫০ লাখ রুপি), ভগত ভার্মা (২০ লাখ রুপি), হরি নিশান্ত (২০ লাখ রুপি)
আগে থেকে যাঁরা আছেন : মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, অম্বাতি রাইড়ু, লুঙ্গি এনগিদি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়াইন ব্রাভো, মিচেল স্যান্টনার, ফ্যাফ ডু প্লেসি, ইমরান তাহির, শার্দুল ঠাকুর, স্যাম কুরান, জশ হ্যাজলউড, রবিন উথাপ্পা, করণ শর্মা
সানরাইজার্স হায়দ্রাবাদ:
নতুন এসেছেন :জগদিশ সুচিথ (৩০ লাখ রুপি), মুজিব জাদরান (দেড় কোটি রুপি), কেদার যাদব (২ কোটি রুপি)।
আগে থেকে যাঁরা আছেন : ডেভিড ওয়ার্নার, রশিদ খান, জনি বেয়ারস্টো, কেইন উইলিয়ামসন, মনীশ পাণ্ডে, শ্রীবৎস গোস্বামী, ঋদ্ধিমান সাহা, প্রিয়ম গর্গ, মোহাম্মদ নবী, বিজয় শঙ্কর, মিচেল মার্শ, জেসন হোল্ডার, আবদুল সামাদ, অভিষেক শর্মা, শাহবাজ নাদিম, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ, টি নটরাজন, সন্দ্বীপ শর্মা, বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার
পাঞ্জাব কিংস:
নতুন এসেছেন :রিজার্ডসন (১৪ কোটি রুপি), শাহরুখ খান (৫.২৫ কোটি রুপি, রিলে মেরেডিথ (৮ কোটি রুপি), মোজেস হেনড্রিকস (৪.২০ কোটি রুপি), জলজ সাক্সেনা (৩০ লাখ রুপি), উৎকর্ষ সিং (২০ লাখ রুপি), ফ্যাবিয়েল অ্যালেন (৭৫ লাখ রুপি)।
আগে থেকে যাঁরা আছেন : লোকেশ রাহুল, ক্রিস গেইল, ময়ঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, সরফরাজ খান, মুরুগান অশ্বিন, দীপক হুদা, মোহাম্মদ শামি, ক্রিস জর্ডান, রবি বিষ্ণয়, অর্শদীপ সিং