এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি
অভিনেতা এ টি এম শামসুজ্জামান এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে এ অভিনেতার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। তবে প্রবীণ এ অভিনেতার শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে কি না, সেটা জানতে তাঁর শরীরের প্রায় সব ধরনের পরীক্ষা–নিরীক্ষা চলছে। সব কটি পরীক্ষার ফলাফল হাতে পেলেই বাসায় ফিরবেন তিনি।
এ টি এম শামসুজ্জামানের মেজো মেয়ে কোয়েল আহমেদ গণমাধ্যমকে জানান, দুই দিন ধরে খাবার খেলেই তার বাবার বমি হতো। শ্বাসকষ্টও হচ্ছিল। আজ শ্বাসকষ্টের মাত্রাটা বেড়ে যায়। এরপর দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক বাবাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সবাই বাবার জন্য দোয়া করবেন।