বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই

প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই 

download

download

দেশবরেণ্য ও জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই। ঢাকার সূত্রাপুরে নিজ বাসভবনে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। তার মেয়ে কোয়েল আহমেদ  এ খবর নিশ্চিত করেছেন।মৃত্যুর সময় নিশ্চিত করতে পারেননি কোয়েল আহমেদ। তিনি জানান, এই অভিনেতাকে শুক্রবার বিকেলে হাসপাতাল থেকে বাসায় আনা হয়।এটিএম শামসুজ্জামানের ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার ভোলাকোটের বড় বাড়ি। ঢাকায় থাকতেন দেবেন্দ্রনাথ দাস লেনে। পড়াশোনা করেছেন ঢাকার পগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহীর লোকনাথ হাই স্কুলে।

অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার এটিএম শামসুজ্জামান অভিনয়ের জন্য আজীবন সম্মাননাসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ছয় বার। ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সময় তিনি আজীবন সম্মাননায় ভূষিত হন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন।১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর বিষকন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে শামসুজ্জামানের চলচ্চিত্রে আগমন। প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জলছবি চলচ্চিত্রের জন্য। ছবির পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone