আবারও খোলামেলা চরিত্রে বিদ্যা
বিনোদন ডেস্ক : আবারও বলিউড কাঁপাতে আসছে বিদ্যা বালানের নতুন ছবি ‘শাদি কে সাইড অ্যাফেক্টস’।ছবিটির প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিদ্যা। ছবিতে ফারহান আক্তারের বিপরীতে দেখা যাবে পদ্মশ্রী পদক পাওয়া ডার্টি বিদ্যাকে। ধারণা করা হচ্ছে এটিই হবে চলতি বছরের অন্যতম ব্যবসা সফল ছবি ।
গত বছর বিদ্যা খারাপ সময় পার করলেও এবছর মুক্তি পাচ্ছে তার বেশ কটি ছবি। পুরো বছর জুড়েই বক্স অফিস ছেয়ে যাবে বিদ্যায়। বর্তমানে তিনি কাজ করছেন ‘ববি জাসুস’ নামক একটি ছবির। হায়দ্রাবাদে সম্প্রতি ৫১ দিন এই ছবির টানা শুটিং শেষ হয়েছে। এখানে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। এখানে এক অন্য নারী গোয়েন্দা দেখবে দর্শকরা। ছবিতে বিদ্যা অভিনয় করেছেন বেশ খোলামেলা ভাবেই। বেশ কটি আবেদন পূর্ণ দৃশ্যে খোলামেলা অভিনয় করেছেন বিদ্যা।
হঠাৎ হারিয়ে যাওয়া বিদ্যা বলিউডে ঝড় হয়ে ফিরে আসেন ডার্টি পিকচারের মধ্য দিয়ে। বেশ খোলা-মেলা আচরণ ও সুন্দর অভিনয় দর্শক সহ সবার নজর কাড়ে এবং আলোচনা-সমালোচনায় সিনেমা বোদ্ধাদের কাছে উঠে আসেন বিদ্যা।
আবারও খোলামেলা বিদ্যাকে সমালোচকরা কীভাবে গ্রহণ করে তা এখন দেখার বিষয়।