বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » টিকাদান কার্যক্রমে ৪০০ কোটি ডলার সহায়তা দেবে : যুক্তরাষ্ট্র

টিকাদান কার্যক্রমে ৪০০ কোটি ডলার সহায়তা দেবে : যুক্তরাষ্ট্র 

joe--e1611256019528

joe--e1611256019528

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘কোভ্যাক্স গ্লোবাল কোভিড-১৯ প্রোগ্রামে’ ৪০০ কোটি ডলার সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন। শুক্রবার জি-৭ সদস্যভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ সহায়তার কথা জানান তিনি। হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে চলতি মাসের শেষ নাগাদ ২০০ কোটি ডলার ছাড় করা হবে এবং বাকি অর্থ আগামী দুই বছরে দেওয়া হবে। খবার: দ্যা নিউইয়র্ক টাইমস্।

হোয়াইট হাউস কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের উদ্যোগে প্রথম অবদান রাখতে পেরে অত্যন্ত আনন্দিত’। আমরা মনে করি বিশ্বব্যাপী মহামারি প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।কোভ্যাক্সের মাধ্যমে সকল দেশের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ২০ শতাংশ লোকের জন্য করোনা টিকা সংগ্রহ ও বিতরণ করার উদ্যেগ নেওয়া হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। কয়েকটি ধনী দেশের সহায়তায় দরিদ্র দেশগুলোতে এই টিকা সরবরাহ করা হচ্ছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone