বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » হোয়াইট হাউস ছাড়ার পরে এই প্রথম জনসমক্ষে ট্রাম্প

হোয়াইট হাউস ছাড়ার পরে এই প্রথম জনসমক্ষে ট্রাম্প 

FILE PHOTO: U.S. President Donald Trump arrives for a photo opportunity with sheriffs from across the country on the South Lawn of the White House in Washington, U.S., September 26, 2019. REUTERS/Erin Scott/File Photo

FILE PHOTO: U.S. President Donald Trump arrives for a photo opportunity with sheriffs from across the country on the South Lawn of the White House in Washington, U.S., September 26, 2019. REUTERS/Erin Scott/File Photo

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর এই প্রথম কনজারভেটিভ শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে যাচ্ছেন।চলতি মাসের শেষে ফ্লোরিডার অরল্যান্ডে তিনি এ বক্তব্য দেবেন। পরিকল্পনার সাথে যুক্ত একটি সূত্র শনিবার একথা জানায়।সূত্র আরো বলছে, কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশান কনফারেন্স (সিপিএসি) ২৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি দেশটির অন্যতম বৃহত্তম বার্ষিক রাজনৈতিক সমাবেশ। এখানে তিনি রিপাবলিকান পার্টি ও রক্ষণশীল আন্দোলনের ভবিষ্যত নিয়ে কথা বলবেন। নজিরবিহীনভাবে দু-দু’বার অভিশংসিত ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর ফ্লোরিডার মার-এ-লাগোতে বসবাস করছেন। উল্লেখ্য, চলতি সপ্তাহে কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে তিন চতুর্থাংশ রিপাবলিকান চায় ট্রাম্প রিপাবলিকান পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone