বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ 

13177164-3x2-xlarge

13177164-3x2-xlarge

নবমবারের মত অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককে চ্যাম্পিয়ন হলেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ।
আজ মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে জকোভিচ ৭-৫, ৬-২ ও ৬-২ গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই রাশিয়ার দানিল মেদভেদেভকে।
অস্ট্রেলিয়ান ওপেন নবম হলেও সবমিলিয়ে ১৮তম গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন জকোভিচ। তার সামনে আছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও স্পেনের রাফায়েল নাদাল। দু’জনই ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জয় করে যৌথভাবে শীর্ষে আছেন তারা।
তবে জকোভিচের চেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা কেউই ঘরে তুলতে পারেননি। শিরোপা হাতে নিয়ে জকোভিচ বলেন, ‘তৃতীয় রাউন্ড থেকে শারীরিকভাবে ফিট ছিলাম না। তবে হাল ছাড়িনি। আত্মবিশ্বাস ছিলো সাফল্য পাবো। সেমিফাইনাল থেকে শারীরিকভাবে কোন সমস্যা হয়নি। ফাইনালেও বেশ স্বাচ্ছেন্দ্যে খেলেছি। নবমবারের মত শিরোপা জিতে আমি অনেক আনন্দিত।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone