মিয়ানমারে ধর্মঘট পালন করছে অভ্যুত্থানবিরোধীরা
নিরাপত্তা বাহিনীর গুলিতে দুজন নিহত হওয়ার পর বিক্ষোভ বাড়ছে মিয়ানমারে। অং সান সু চির মুক্তি ও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে এখন ধর্মঘট পালন করছে অভ্যুত্থানবিরোধীরা। সংবাদ সংস্থা রয়টার জানায়, সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে মিয়ানমারের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে এবং আরও প্রাণহানীর আশঙ্কা সত্তেও শহরগুলোর রাস্তায় জড়ো হচ্ছে হাজার হাজার বিক্ষোভকারী।
রবিবার (২১ ফেব্রুয়ারি) মায়া থাওতে থাওতে খাইংয়ের শেষকৃত্যে অংশ নেয় কয়েক হাজার মানুষ। সামরিক অভ্যুত্থানে প্রতিবাদের সময় ৯ ফেব্রুয়ারি এ তরুণীর মাথায় গুলি লাগে। এদিকে অভ্যুত্থানের তিন সপ্তাহ পার হলেও প্রতিবাদ থামাতে ব্যর্থ হয়েছে মিয়ানমারের সামিরক জান্তা। নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে রাস্তায় অবস্থান করছে বিক্ষোভকারীরা। বিক্ষোভ বন্ধ করতে আহ্বান করা হচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভিতে। সেখানে বলা হচ্ছে ‘প্রতিবাদকারীরা এখন জনগণকে, বিশেষত কিশোর ও যুবকদের প্রভাবিত করে সংঘাতের পথে নিয়ে আসছে। যেখানে তাদের প্রাণহানীর আশঙ্কা আছে।