ইঞ্জিনে আগুন: ২৪ বিমান সরিয়ে নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইনস
যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইনসের বিমানের দুই ইঞ্জিনের একটি থেকে বোয়িং ৭৭৭-২০০–এর ডান পাখায় বিস্ফোরণ হয়। কিছুক্ষণ পরই নিচে থাকা বাড়িঘরের ওপরে খসে পড়তে থাকে বিমানের ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ। শেষ পর্যন্ত কোনো রকমে জরুরি অবতরণ করে বিমানটি। বলাই যায়; ‘নিশ্চিত মৃত্যু’র মুখ থেকে রক্ষা পেয়েছে বিমানটির দুই শতাধিক আরোহী। বিমানটি দেশটির ডেনভার থেকে হাওয়াই যাচ্ছিল। পথিমধ্যে এই বিস্ফোরণে আতঙ্কিত যাত্রীদের চিৎকার-চেঁচামেচি। ইউনাইটেড এয়ারলাইনসের বিমানটিতে এ সময় আরোহী ছিলেন মোট ২৪১ জন। এর মধ্যে ২৩১ জন যাত্রী ও ১০ ক্রু।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বিমানটির কোনো আরোহী বা নিচে ছড়িয়ে-ছিটিয়ে পড়া ধ্বংসস্তূপে কেউ হতাহত হননি।এ ঘটনার পর বোয়িং ৭৭৭-এর ২৪টি উড়োজাহাজ সরিয়ে নিয়েছে ইউনাইটেড এয়ারলাইনস। খবর সিএনএন’র