বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, December 24, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইঞ্জিনে আগুন: ২৪ বিমান সরিয়ে নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইনস

ইঞ্জিনে আগুন: ২৪ বিমান সরিয়ে নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইনস 

39558800-0-image-a-73_1613885436756

39558800-0-image-a-73_1613885436756

যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইনসের বিমানের দুই ইঞ্জিনের একটি থেকে বোয়িং ৭৭৭-২০০–এর ডান পাখায় বিস্ফোরণ হয়। কিছুক্ষণ পরই নিচে থাকা বাড়িঘরের ওপরে খসে পড়তে থাকে বিমানের ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ। শেষ পর্যন্ত কোনো রকমে জরুরি অবতরণ করে বিমানটি। বলাই যায়; ‘নিশ্চিত মৃত্যু’র মুখ থেকে রক্ষা পেয়েছে বিমানটির দুই শতাধিক আরোহী।  বিমানটি দেশটির ডেনভার থেকে হাওয়াই যাচ্ছিল। পথিমধ্যে এই বিস্ফোরণে আতঙ্কিত যাত্রীদের চিৎকার-চেঁচামেচি। ইউনাইটেড এয়ারলাইনসের বিমানটিতে এ সময় আরোহী ছিলেন মোট ২৪১ জন। এর মধ্যে ২৩১ জন যাত্রী ও ১০ ক্রু।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বিমানটির কোনো আরোহী বা নিচে ছড়িয়ে-ছিটিয়ে পড়া ধ্বংসস্তূপে কেউ হতাহত হননি।এ   ঘটনার পর বোয়িং ৭৭৭-এর ২৪টি উড়োজাহাজ সরিয়ে নিয়েছে ইউনাইটেড এয়ারলাইনস। খবর সিএনএন’র

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone