বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, December 24, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » এমপি পাপুলের পদ শূন্য ঘোষণা

এমপি পাপুলের পদ শূন্য ঘোষণা 

image-315921-1592154992

image-315921-1592154992

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলামের (পাপুল) সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে। এ ব্যাপারে আজ সংসদ সচিবালয় থেকে সংসদ কার্যপ্রনালি বিধির ১৭৮ (৪) বিধি অনুযায়ি প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম এমপি, যিনি বিদেশে গ্রেফতার ও ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার পর পদ হারালেন।

প্রজ্ঞাপনে বলা হয়, কুয়েতের ফৌজদারি আদালতে গত ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে নৈতিক স্খালনজনিত ফৌজদারি অপরাধে ৪ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত হওয়ায় সংবধিানের ৬৬(২) ঘ অনুচ্ছেদের বিধান অনুযায়ি জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম (পাপুল) সংসদ সদস্য থাকার যোগ্য নন। সে জন্য সংবিধানের ৬৭ (১) ঘ অনুচ্ছেদের বিধান অনুযায়ি রায় ঘোষণার তারিখ থেকে তার আসন শূণ্য হয়েছে। গত ২৮ জানুয়ারি পাপুলকে কুয়েতের আদালত চার বছরের সশ্রম কারাদণ্ডের সাথে ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানাও করা হয়। কুয়েতের ফৌজদারি আদালত এই রায় দেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone