অস্ট্রেলিয়াকে ৫৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড
সোমবার ক্রাইস্টচার্চের হেগলি ওভালে প্রথমে ব্যাট করা স্বাগতিক নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ১৩১ করে গুটিয়ে যায় অজিরা। চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। তবে অপরাজিত থেকেও সেঞ্চুরি থেকে মাত্র ১ রানের দূরে থাকার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ডেবন কনওয়েকে।আগামী ২৫ ফেব্রুয়ারি ডানেডিনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
Posted in: খেলা