সাকিব আল হাসানের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত: ডমিঙ্গো
নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয় সাকিব আল হাসানের। টাইগার এই অলরাউন্ডার জাতীয় দলে ফেরায় স্বস্তি ফিরেছিল বাংলাদেশ ক্রিকেটেও। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে টেস্ট সিরিজ না খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার সিদ্ধান্ত নেওয়ায় টাইগার ভক্তদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাকিব। কেউ কেউ তার দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলছেন।
এমনকি সাকিবের সিদ্ধান্তে নাখোশ খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনও। কিন্তু জাতীয় দলের প্রধান কোচ ডমিঙ্গো বিষয়টা অন্যভাবে দেখছেন। তার মতে, সাকিবের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিবের সিদ্ধান্ত নিয়ে ডমিঙ্গো বলেন, ‘কোচ হিসেবে সবসময়ই সাকিবকে আমি দলে চাইবো। তবে যদি কোনো খেলোয়াড় খেলার ব্যাপারে পুরোপুরি আগ্রহী না হয়, তার যদি অন্য সুযোগ থাকে, তাহলে এই এক সিদ্ধান্তের ওপর ভিত্তি করে তার বিচার করাটা ঠিক নয়।’
তিনি আরও বলেন, ‘সে (সাকিব) হয়তো বিভিন্নজনের কাছ থেকে মত নিতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে। আর কোচ হিসেবে বলতে পারি, তার সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত। এর সঙ্গে তার ক্যারিয়ার ও জীবিকা জড়িত- ফলে আমরা এসব বিচার করার কেউ নই।’
সম্প্রতি বিসিবি প্রধান জানিয়ে দিয়েছেন, দেশের হয়ে খেলার জন্য বোর্ড কাউকে জোর করবে না। ডমিঙ্গোও তার কথায় সুর মিলিয়ে বলেন, ‘সাকিব যখন বাংলাদেশের হয়ে খেলে, আমি জানি সে নিজের সেরাটা দিয়েই খেলে। কিন্তু এখনকার ক্রিকেটে কোনো ফরম্যাটে খেলার জন্য কাউকে জোর করা যায় না। ক্রিকেটার ও বোর্ডের সিদ্ধান্তকে আমাদের সম্মান জানাতে হবে।’
এবারের আইপিএলের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স। এই আসরে খেলার জন্য বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি।