বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » এবার কোপা আমেরিকায় খেলবে না কাতার-অস্ট্রেলিয়া

এবার কোপা আমেরিকায় খেলবে না কাতার-অস্ট্রেলিয়া 

125212_bangladesh_pratidin_1

এবারের কোপা আমেরিকা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে কাতার ও অস্ট্রেলিয়া। একই সময়ে বিশ্বকাপ এশিয়া অঞ্চলের বাছাইপর্বের খেলা থাকায় দেশ দু’টি এবারের কোপা আমেরিকা থেকে নিজের প্রত্যাহার করে।

বুধবার এক বিবৃতির মাধ্যমে দেশ দু’টির সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক সংস্থা কনমেবল।

জানা যায়, দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সময় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে কাতার ও অস্ট্রেলিয়া। মূলত এ কারণেই কোপা আমেরিকায় খেলা হচ্ছে না তাদের। এফএফসির সদস্য এই দুই দেশ ছিল অতিথি দল।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে আয়োজক দুই দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়ায় বসবে কোপা আমেরিকার আসর। একই সময় ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপের বাছাই চলবে। ফলে কোপায় খেলা হচ্ছে না কাতার ও অস্ট্রেলিয়ার।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone