করোনার টিকা নিয়ে ধন্যবাদ দিলেন তাহসান
করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে টিকা নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হসপিটালে তাহসান টিকা নেন।
ফেসবুকে ছবি প্রকাশ করে ভ্যাকসিন নেওয়ার বিষয়টি জানান তাহসান। তিনি লেখেন, অসামান্য ত্যাগের জন্য আমাদের সম্মুখসারির নায়কদের ধন্যবাদ।
এর আগে বিনোদন অঙ্গন থেকে টিকা নিয়েছেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা, তার স্বামী ও চিত্রনায়ক আলমগীর, সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, নাট্যজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, অভিনেতা মামুনুর রশীদ, তারিক আনাম খান, অভিনেত্রী নিমা রহমান, রকস্টার জেমসসহ অনেকে।
Posted in: বিনোদন