ফিরছেন শাহরুখ, সঙ্গে আছেন তাপসী পান্নু
২০১৮ সালে ‘জিরো’ মুক্তি পাওয়ার পর থেকে দীর্ঘ অপেক্ষা। শাহরুখ খানের লম্বা হেয়ার স্টাইল ও ‘পাঠান’ নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। তবে এখন সেই জল্পনাও খানিকটা থিতু হয়ে গেছে। শোনা যাচ্ছে, ২০২২ সালে মুক্তি পাবে এই ছবি। এর মাঝেই আরও একটি নতুন খবর প্রকাশ্যে এসেছে। যা শোনার পর থেকে সিনেপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে।
জানা গেছে, এবার রাজকুমার হিরানি পরিচালিত একটি স্যোশাল কমেডি ড্রামায় দেখা যাবে শাহরুখ খান ও তাপসী পান্নুকে। অভিনয়ের ক্ষেত্রে এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন শাহরুখ ও তাপসী। এর আগেও শাহরুখ ও তাপসীর মধ্যে একটি যোগসূত্র রয়েছে। কারণ তাপসী ও অমিতাভ বচ্চন অভিনীত ‘বদলা’ ছবিটির প্রযোজনায় ছিল শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
একসঙ্গে অভিনয়ের ক্ষেত্রে তারা প্রথমবার। শাহরুখ ও তাপসী অভিনীত এই নতুন ছবির নাম এখনও জানা যায়নি। এক্ষেত্রে কিং খানকে পাঞ্জাব থেকে কানাডায় চলে আসা এক ব্যক্তির চরিত্রে দেখা যাবে।