বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » করোনা মহামারিকে কাটিয়ে উঠতে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকাই যথেষ্ট : এফডিএ

করোনা মহামারিকে কাটিয়ে উঠতে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকাই যথেষ্ট : এফডিএ 

johnson-johnson-coronavirus-vaccine-final-1596173811

johnson-johnson-coronavirus-vaccine-final-1596173811

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, করোনার গুরুতর পর্যায়ের সংক্রমণ থেকেও জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা সুরক্ষা দিবে। জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের এক ডোজ টিকাই কার্যকর বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

খাদ্য ও ওষুধ প্রশাসনের বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে সামগ্রিকভাবে ভ্যাকসিনটি মাঝারি থেকে গুরুতর করোনা প্রতিরোধে প্রায় ৬৬ শতাংশ কার্যকর। সংস্থাটি আরও বলেছে, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন দুটি ডোজের পরিবর্তে করোনা প্রতিরোধে একটি ডোজই নিরাপদ।এর আগে, জনসন অ্যান্ড জনসন যুক্তরাষ্ট্রে তাদের উদ্ভাবিত ভ্যাকসিনের সিঙ্গেল ডোজ প্রয়োগের অনুমতি চায়। লাতিন আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকার ৪৪ হাজার লোকের মধ্যে জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকার পরীক্ষা করা হয়। ভাইরাসটির বিভিন্ন রূপান্তরিত সংস্করণ বিভিন্ন দেশে প্রচারিত হওয়ায় গবেষকরা ফলাফলগুলি ভৌগোলিকভাবে বিশ্লেষণ করেছেন। জনসন অ্যান্ড জনসন এর আগে এই ঘোষণা দিয়েছিল যে আমেরিকাতে এই ভ্যাকসিনটি ভালো কাজ করেছে। ল্যাটিন আমেরিকায় ৬৬% এবং দক্ষিণ আফ্রিকার ৫৭% এর তুলনায় মাঝারি থেকে মারাত্মক করোনার এর বিরুদ্ধে ৭২% কার্যকর বলে জানায় সংস্থাটি।প্রতিটি দেশে এই টিকা অত্যন্ত গুরুতর লক্ষণগুলির বিরুদ্ধে কার্যকর এবং প্রাথমিক গবেষণার ফলাফলগুলিতে দেখা গেছে টিকা দেওয়ার ২৮ দিন পরও কোনও হাসপাতালে ভর্তি বা মৃত্যু দেখা যায়নি বলে জানায় এফডিএ। জনসন অ্যান্ড জনসনের মালিকানাধীন বেলজিয়ামভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি জ্যানসেন এই ভ্যাকসিন উদ্ভাবন করেছে। ২৯ জানুয়ারি ভ্যাকসিনটির বৈশ্বিক ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুসারে, করোনাভাইরাস প্রতিরোধে তাদের ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকর। জনসন অ্যান্ড জনসনের দাবি, প্রাথমিক ট্রায়ালে দেখা গেছে দুই ডোজে করোনা প্রতিরোধে জনসন অ্যান্ড জনসনের টিকা ৮৫ শতাংশ কার্যকর।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone