বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » ধ্রুব মিউজিক স্টেশনের চার বছর

ধ্রুব মিউজিক স্টেশনের চার বছর 

184406154547267_807351766801899_6404436662841060453_n

পথচলার চার বছর পূর্ণ করল সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ২০১৭ সালের এই দিনে (২৫ ফেব্রুয়ারি)  বাংলা গানকে বিশ্বদরবারে তুলে ধরতে এবং হাজারো তারুণ্যের স্বপ্নকে আরো বেশি ঝলমলে করতে যাত্রা শুরু করে ধ্রুব মিউজিক স্টেশন।

যাত্রার শুরু থেকে ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করতে থাকে মানসম্পন্ন গান ও গানের নান্দনিক ভিডিও। সেই মিছিলে দেশের কিংবদন্তি থেকে শুরু করে নতুন প্রতিভাবানদের গান প্রকাশ করে প্রতিষ্ঠানটি। ক্রমাগত সেসব গান পৌঁছে যায় দর্শক-শ্রোতার পছন্দের শীর্ষে। আর ধ্রুব মিউজিক স্টেশন হয়ে ওঠে সংগীতের নির্ভরতার অনন্য এক নাম। এই চার বছরে প্রতিষ্ঠানটি সবার আস্থা ও ভালোবাসা নিয়ে প্রসারিত করতে থাকে নিজেদের সাংস্কৃতিক বলয়।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক, বছরব্যাপী সারা দেশের বহুমুখী প্রতিভাবানদের নিয়ে ধ্রুব মিউজিক স্টেশন আয়োজন করে প্রতিভা অন্বেষণের উদ্যোগ ‘ধ্রুব মিউজিক আমার গান’। যে উদ্যোগে সংগীতাঙ্গন পাচ্ছে একঝাঁক প্রতিভাকে।

এ প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, দেখতে দেখতে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন চার বছর পূর্ণ করেছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ার কাছে। সবার আন্তরিকতায় আমি মুগ্ধ। এ ভালোবাসা নিয়েই কাজ করে যেতে চাই। চাই সেসব তারকা শিল্পীকে নিয়ে কাজ করতে, যারা শুদ্ধ বাংলা গানের চর্চা করেন প্রতিনিয়ত।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone