জাতীয় পার্টির অবস্থান নিয়ে সকলের মতো আমার মনেও সংশয় রয়েছে
এইদেশ এইসময়, ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান নিয়ে সকলের মতো আমার মনেও সংশয় রয়েছে।
শনিবার বেলা পৌনে বারটার দিকে রাজধানীর বনানী বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এরশাদ বলেন, বিরোধী দল হিসেবে জাপার উচিত সরকারের গঠনমূলক সমালোচনা করা। এতে সরকার উপকৃত হবে, জাতি ভালো কিছু পাবে। জনগণও তাই চায়।
ঐক্যমত সরকার প্রসঙ্গে এরশাদ বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে মন্ত্রীত্ব না নিলে ভালো হত। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে আমি দেশের বাইরে ঘুরবো এবং দেশের উন্নয়নে কাজ করবো বলে তিনি মন্তব্য করেন।