বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » তানভীরের ঘূর্ণিতে প্রথম দিনেই অল-আউট আয়ারল্যান্ড উলভস

তানভীরের ঘূর্ণিতে প্রথম দিনেই অল-আউট আয়ারল্যান্ড উলভস 

204056veu

বাংলাদেশ ইর্মাজিং দলের বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণিতে চার দিনের ম্যাচের প্রথম দিনই ১৫১ রানে অল-আউট হলো আয়ারল্যান্ড উলভস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ৬২ রানেই হারায় প্রথম ৪ উইকেট।

দ্রুত উপরের চার ব্যাটসম্যানকে হারানোর পরও ঘুড়ে দাঁড়াতে পারেনি আইরিশরা। তানভীরের সাথে আরেক স্পিনার অধিনায়ক সাইফ হাসান ও পেসার পেসার এবাদত হোসেনের বোলিংএ ৬৭ ওভারেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন কুরতিস ক্যাম্পার।

বাংলাদেশের তানভীর ২৩ ওভারে ৫৫ রানে ৫টি উইকেট নেন। এছাড়া সাইফ ও এবাদত ২টি উইকেট নেন। জবাবে দিন শেষে ২৩ ওভার ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ ইর্মাজিং দল। ওপেনার তানজীদ হাসান ৪১ রান করে আউট হন। সাইফ ২২ ও মাহমুদুল হাসান জয় ১৮ রানে অপরাজিত আছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone