লেডি গাগার কুকুর ছিনতাই, সন্ধান দিলে পুরস্কার ৪ কোটি টাকা
জনপ্রিয় মার্কিন পপ গায়িকা লেডি গাগার দুটি কুকুর ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলি করে ছিনতাই করায় আহত হয়েছে কুকুর পালনকারী এক ব্যক্তি।
চুরি হওয়া কুকুর দুটির নাম কোজি ও গোস্তাব। এদের উদ্ধারে লেডি গাগা ৫ লাখ ডলার অর্থাৎ প্রায় ৪ কোটি ২৩ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি রাতে লস অ্যাঞ্জেলসের হলিউডে জনপ্রিয় পপ তারকা লেডি গাগার দুটি ফ্রেঞ্চ বুলডগ নিয়ে হাঁটতে বের হন এক রক্ষণাবেক্ষণকারী। তখন এক ব্যক্তি গুলি করে কুকুর দু’টি নিয়ে পালিয়ে যায়। গুলিতে আহত হন কুকুর পালনের দায়িত্বে থাকা ওই ব্যক্তি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।
পুলিশ জানিয়েছে, কুকুর দু’টি নিয়ে ছিনতাইকারীরা একটি সাদা নিশান মডেলের গাড়ি করে পালিয়ে গেছে।
ইতোমধ্যে কুকুর দুটি খুঁজতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগ। কুকুর দু’টি কে বা কারা নিয়েছে, তা এখনও নিশ্চিত নয়।