বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বিশ্ব আলোকচিত্র পুরস্কার পেল রানা প্লাজার ছবি

বিশ্ব আলোকচিত্র পুরস্কার পেল রানা প্লাজার ছবি 

fce682a3627f24b248addf1240aefd8e

ডেস্ক রিপোর্ট : সাভারে রানা প্লাজা ধসের পর মানবিক বিপর্যয়ের ছবি তুলে ওয়ার্ল্ড প্রেস ফটোর পুরস্কার জিতেছেন দুই বাংলাদেশি আলোকচিত্রী। ওয়ার্ল্ড প্রেস ফটো বিশ্ব আলোকচিত্রের সবচেয়ে বড় সংস্থা।

শনিবার নেদারল্যান্ডসের আমস্টারডামে ওয়ার্ল্ড প্রেস ফটো-২০১৩-এর ফলাফল ঘোষণা করে আন্তর্জাতিক জুরিবোর্ড।

এ প্রতিযোগিতায় প্রথম নারী হিসেবে সংবাদভিত্তিক তালিকায় একক আলোকচিত্র ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের তাসলিমা আক্তার। একই তালিকায় আলোকচিত্র কাহিনী ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন আরেক ফটোসাংবাদিক রাহুল তালুকদার।

তাসলিমা আলোকচিত্রবিষয়ক প্রতিষ্ঠান পাঠশালার শিক্ষক। পুরস্কারপ্রাপ্ত ছবিটির শিরোনাম ‘ফাইনাল এমব্রেস’ বা ‘শেষ আলিঙ্গন’। ছবিটি টাইম ম্যাগাজিনের ২০১৩ সালের সেরা দশ ছবির তালিকায় ছিল।

পুরস্কারপ্রাপ্ত রাহুল তালুকদারের ফটো সিরিজের নাম ‘কলাপ্স অব রানা প্লাজা’। রাহুল ‘বাংলাদেশ সংবাদ ৭১’-নামে একটি ইন্টারনেটভিত্তিক সংবাদপত্রের আলোকচিত্রী।

প্রতিবছর নয়টি ক্যাটাগরিতে ২৫টি দেশের মোট ৫৩ আলোকচিত্রীকে এই পুরস্কার দেয় বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্রবিষয়ক সংস্থা ওয়ার্ল্ড প্রেস ফটো। ১৯৫৫ সালে আমস্টারডামে যাত্রা শুরু এ সংগঠনের।

প্রতিযোগিতায় ১৯ জন বিচারকের রায়ে ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার-২০১৩ জিতে নিয়েছেন আমেরিকান আলোকচিত্রী জন স্টেনমেয়ার।

প্রথম পুরস্কার পাওয়া ছবিতে দেখা যায়, জিবুতি শহরের পাশে সৈকতে রাতের বেলায় আফ্রিকান অভিবাসীরা স্বজনদের সঙ্গে কথা বলার জন্য পাশের দেশ সোমালিয়ার সস্তা মোবাইল নেটওয়ার্ক ধরার চেষ্টা করছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone