বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » আইরিশদের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ ইমার্জিং দল

আইরিশদের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ ইমার্জিং দল 

13290621

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে চালকের আসনে রয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম দিনেই ১৫১ রানে আইরিশদের ‍অলআউট করে দেওয়া বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে বড় স্কোরের দিকে যাচ্ছে।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ ৩ উইকেটে ২৩৫ রান। ইয়াসির আলী রাব্বি ৬৮ ও তৌহিদ হৃদয় ৩৩ রানে ব্যাট করছেন। ইতোমধ্যে বাংলাদেশের লিড ৮৪, হাতে আছে আরো ৭ উইকেট।

এর আগে ম্যাচের প্রথম দিনে স্পিনার তানভীর ইসলামের বোলিং তোপে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় আইরিশরা। তানভীর নিয়েছেন ৫ উইকেট। সেই সঙ্গে প্রতিপক্ষকে চেপে ধরায় অবদান আছে পেসার এবাদত হোসেন ও অধিনায়ক সাইফেরও। দুজনেই নিয়েছেন দুটো করে উইকেট।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone